Soper Tlay (স্তুপের তলায় রাখো ঘাসলতাপাতা)
- জয় গোস্বামী (Joy Goswami)

শেয়ার করুন

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) স্তুপের তলায় রাখো ঘাসলতাপাতা (Soper Tlay)

স্তুপের তলায় রাখো ঘাসলতাপাতা
এনেছি বলির পশু, ছাগ

সে ভুলে গিয়েছে তার গত শিরচ্ছেদ
অথচ গলায় তার

এখনো মালার মতো দাগ ।

কাব্যগ্রন্থ- সূর্য পোড়া ছাই

স্তুপের তলায় রাখো ঘাসলতাপাতা (Soper Tlay) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন