Brishti Bheja Bangla Bhasha (বৃষ্টি ভেজা বাংলা ভাষা)
- জয় গোস্বামী (Joy Goswami)

শেয়ার করুন

কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর একটি জনপ্রিয় বাংলা কবিতা (Bangla Kobita) বৃষ্টি ভেজা বাংলা ভাষা (Brishti Bheja Bangla Bhasha)

কে মেয়েটি হঠাৎ প্রণাম করতে এলে?

মাথার ওপর হাত রাখিনি
তোমার চেয়েও সসংকোচে এগিয়ে গেছি
তোমায় ফেলে
ময়লা চটি, ঘামের গন্ধ নোংরা গায়ে,
হলভরা লোক, সবাই দেখছে তার মধ্যেও
হাত রেখেছ আমার পায়ে

আজকে আমি বাড়ি ফিরেও স্নান করিনি
স্পর্শটুকু রাখব বলে
তোমার হাতের মুঠোয় ভরা পুস্করিণী
পরিবর্তে কী দেব আর? আমার শুধু
দু’ চার পাতা লিখতে আসা

সর্বনাশের এপার ওপার দেখা যায় না
কিন্তু আমি দেখতে পেলাম, রাঙা আলোয়
দাঁড়িয়ে আছে সে-ছন্দ, সে-কীর্তিনাশা ।
অচেনা ওই মেয়ের চোখে যে পাঠাল
দু’-এক পলক বৃষ্টিভেজা বাংলা ভাষা ।

বৃষ্টি ভেজা বাংলা ভাষা (Brishti Bheja Bangla Bhasha) কবিতাটি ছাড়াও কবি জয় গোস্বামী (Joy Goswami) -এর অন্যান্য কবিতা, গল্প পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন।


শেয়ার করুন

মন্তব্য করুন