আমার প্রশ্ন
************
যুথিকা দাশগুপ্ত 24/6/2020)
**********—+–**********—
পুরুষ তোমায় প্রশ্ন আমার
তুমি তো শিরদাঁড়া,
সমাজের মাথা,
তবে কেন তোমার সমাজে
নারীর এতো ব্যথা —?
কখনো নারী ভোগ্যপণ্যে
পরিচয় তাই শরীর —
আস্ফালনে পুরুষ বাঁচে
গতি –প্রকৃতির।
সম্পর্কের হাজার ক্ষত
বর্ণনা নেই যার —
প্রলেপ দেওয়ার নামেও ক্ষত
সবেতেই জেরবার,
হয়তো তুমি সে পুরুষ নয়
দেখাও সহানুভূতি —
হয়তো তুমি সামলে বেড়াও
সমাজের ক্ষয় –ক্ষতি —–
তবুও কি , তা উদাহরণ —
মানবো মনে –মনে–?
আসক্তি নেই নারীর প্রতি
চাওনি সংগোপনে –?
বলতে পারো , সঙ্গত তা,
এটা জাগতিক নিয়ম —-
সকল নারীই এক হয় না
কেউবা করে ভরম,
তবু কি নারী হয়না বলি,
পুরুষ করতলে —-?
এটাই যদি ঘটনা —-
তবে, গণতন্ত্র কাকে বলে —-?
সুন্দর অসাধারণ