জনপ্রিয় পোস্ট

প্রেমানব
- মিহির বর্মন

শেয়ার করুন

 প্রেমানব 

                                 

যদি প্রেমেই জীবনটা ভরে যায়  

তবে বাকি অংশ বলে  থাকবে কি ?

জীবন তো প্রেমেরি অংশ 

তবে বাকি বলে কিছু আছে নাকি ।

বিনা প্রেমে নয়কো সংগীত নয়কো পরিবেশ 

সবকিছুতেই মানব ও প্রাণীর আবেশ ।

শ্যামলা সবুজে ভরা যেন প্রেম দিয়ে গরা 

এই বৃহৎ ধরিত্রী ,

প্রেমেরই কারনে ধারিত তুমি;

তুমি একমাত্র ধরিত্রী ।

প্রেমকে কে যে আমি বড্ড ভালোবাসি 

তুমি ছারা কেহ না জানে 

প্রেমেরি কারনে আমার লেখা যেন 

যেন কভু নাহি থামে ।

 

কে তুমি ? প্রেমকে সৃষ্টি করেছ কি কারনে ?

প্রেমকে যে ভালোবাসে সেই শুধু জানে । 

প্রেমেরি কারনে অন্তরের কোশিকা নরে 

বহন করে রক্ত কণিকায় 

প্রেম দিয়ে প্রেমকে বেধে রাখব 

জীবনের অন্তিম পর্যায় ।

প্রেম বিরহে উন্মাদ পৃথিবী 

প্রকৃতি সৃষ্ট নর

সৃষ্ট জগতের সর্ব ধর্ম তুমিই বহন কর ।।


শেয়ার করুন

মন্তব্য করুন