ফিরিয়া দেইখো একবার আমায়
- মিহির বর্মন

শেয়ার করুন

 ফিরিয়া দেইখো একবার আমায়

                                         আমি যে আমাতে নেইকো আর 

নেইকো আমার মনের দুয়ার

              নেইকো দরবার ।

কোন গগোনের মেঘ আমি

               আমার উড়ন্ত নাই

মরন্ত কালের জীবন যাত্রায় 

                   জীবনের পথ যদি পাই;

কি বৃক্ষের ফল পাব

                     তাতে কি অঙ্কুর হবে ?

মরুভূমিতে ফলের বৃক্ষ

              জলই বা কত দেবে ।

ফিরিয়া দেইখো একবার আমায় 

                              আমি যে আমাতে নেইকো আর

নেইকো আমার মনে তোরা 

             নেইকো তোর  আকার ।

অসৃষ্টতেই সৃষ্টি আমি 

             আর সৃষ্টিতেই মন হারায়,

অন্তরে অন্তরে চেপে রাখি

         জীবনের ক্ষুদ্র সারায় ।

তবুও প্রকাশিত পায় মোর জীবনের প্রলোভন 

ফিরবে কবে সেই দিন আর সেই আলরন ।

ফিরিয়া দেইখো একবার আমায় 

                      আমি যে আমাতে নেইকো আর

নেইকো মনে শান্তি ঘড়ে 

নেইকো কথার ।

এমনিভাবে দিন যায় চলে

 অবশেষে অবসর, 

খুজে দেখি শান্তি ঘড়ের 

 বন্ধ দুয়ার- দরবার ।

ঠাই দেই কোথা তাকে 

   অবশেষে লিখে লিখে

পরিতৃপ্ত মন,

হয়তো যদি খুজে পাই জীবনের 

প্রভাব-আলরন ।।


শেয়ার করুন

মন্তব্য করুন