তিনটি গুলির পর
স্তব্ধ এক কণ্ঠরুদ্ধ রাত
ভুলে গেল চন্দ্রসূর্য
ভুলে গেল কোথায় প্রভাত।
তুমি কত কিছু দিলে
তপোদীপ্ত জীবনের সমস্ত বিভূতি;
সূর্যের মতন দিলে সব পরমায়ু
বিকিরিত প্রেমের করুণায়।
আমরা দিলাম শেষে তুলি
তিনটি কঠিন ক্রুর গুলি।
প্রথম গুলির নাম
অন্ধ মূঢ় ভয়।
দ্বিতীয়টি আমাদের
নিরালোক মনের সংশয়।
বিবর -বিলাসী হিংসা
তৃতীয় গুলির পরিচয়।
তিনটি গুলির শব্দ!
অন্তহীন তার প্রতিধ্বনি
কেঁপে কেঁপে দিগন্ত ছড়ায়,
মানুষের ইতিহাস পার হয়ে যায়।
দূর ভবিষ্যৎ পানে চেয়ে- চেয়ে দেখি—-
পিস্তলের শব্দ আর নয়।
অগণন মানুষের বুকে বেজে বেজে
যুগ থেকে যুগান্তরে
প্রতিহত সেই শব্দ নিজেরে ভোলে যে;
হয়ে ওঠে পরিশুদ্ধ
মৃত্যুজিৎ বাণী বরাভয়।
মরণ -অস্ত্রের নাদ পরম লজ্জায়
শান্তির অমৃত -যন্ত্রে পায় শেষে লয়।