হাতে তে ঘড়ি আর,
পরনে শুট – বুট,
প্রচণ্ড ব্যস্ততা,
কানেতে ব্লুটুথ।
মুখেতে ইংরেজি,
করছে ফটফট,
মাথাটা বুদ্ধি হীন,
মনেতে বিশাল জট।
বিদেশী ডিগ্রি তার,
রোজ করে মারপিট,
গলাতে সোনার চেন,
ব্যবসা সুপারহিট।
সত্যি সে বলেনা,
মিথ্যা দিন রাত,
ইংলিশে টলে না,
বাংলাতে ঘাড় কাত।
ঘরেতে গৃহিনী বউ,
অফিস এ অ্যাসিস্ট্যান্ট,
পাচ্ছে না টের কেউ,
কি অপূর্ব মেইনটেন।
বাড়ীতে হয়নি ঠাঁই,
বাপ – মা কারোরই,
নিজেরই বৃদ্ধাশ্রমে,
জায়গা এখন তাদেরই।
পকেটে নোটের ভার,
বড় বড় ডোনেশন,
ধারে কাছে তার নেই,
গরিবের কোনো স্থান।
এমনই মানুষ সব –
হৃদয়হীন শিক্ষিত,
সমাজের কাছে এরা,
মানুষ নামে পরিচিত।
এর চেয়ে ভালো আছি,
নেই বেশি শিক্ষা।
গরিবের পাশে থাকি,
করি তাদের রক্ষা।
দিন আনি দিন খাই,
দুটো খেয়ে সুখ পাই,
হাসি খুশী থাকি তাই,
মানুষে তে মিশে যায়।
তারা পায় শিক্ষার –
শিক্ষিত সম্মান,
আমি পাই ধিক্কার,
অকথ্য অপমান।
হায় রে সমাজ তুই,
বুঝলি না কোনো দিন.
বেলা হয়ে যাবে শেষ,
“প্রকৃত শিক্ষিত “- এর
হদিশ পাবি যেদিন ॥