খোকন সোনা (Khokn Sona)
- রাজকুমার বেরা (Rajkumar Bera)

শেয়ার করুন

খোকন সোনা চাঁদের কণা

মুখটা কেন ভারি ? 

বল্ না তোকে কে মেরেছে, 

কে করেছে আড়ি ? 

দুষ্টু সোনা রাগটা ভুলে

খিলখিলিয়ে হাসো, 

দুহাত ধরে আদর করে

একটু ভালোবাসো। 

খোকনসোনা চুপটি কেন

মনটা উদাস করে, 

চাঁদমামা কি রাগ করেছে

চুম দেয়নি তোরে ? 


শেয়ার করুন

মন্তব্য করুন