একটি স্বপ্নের অভিযান ( Ēkaṭi Sbapnēr Abhiyān)
- বরুণ রায় ( Barun Roy )

শেয়ার করুন

  আজকের  শ্রুতিনাটকটি ( সত্য ঘটনা অবলম্বনে ) নাট্যকার বরুণ রায় ( Barun Roy) –এর লেখা একটি স্বপ্নের অভিযান  ( Ēkaṭi Sbapnēr Abhiyān)।

চরিত্রঃ সূত্রধর (ইতিহাস), মরিস, লুই, ত্যোরে, রেবুফা।

সূত্রধর— ওরা পাহাড়ে উঠেছে, নিঃশব্দে নিংসারে। পাহাড় চুপ করে আনন্দ দেয়। চুপিসারে গ্রাস করে, পাহাড় কথা বলে না। আমার পাহাড়েই জন্ম  পাহাড়েই মৃত্যু। চলে যান হিমালয়ের অন্দরে। দেখতে পাবেন আমার দেহটা। এখনও বরফের মধ্যে শুয়ে আছি। 

              আমি হিমালয় হৃদপিণ্ড থেকে উঠে এসেছি তিহাস শোনাতে। চরমতম দুঃসাহসিকতা, কঠিন তম প্রচেষ্টার ইতিহাস। এক ত্যাগের, দুঃখের, আনন্দের, সম্মিলিত সংগ্রামের ইতিহাস। 

          পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট তখনও জয় করতে পারি নি। ১৯৫০ সালের  ৩০শে মার্চ। মধ্য নেপালের অন্নপূর্ণা-১ অভিযান। উচ্চতা ছাব্বিশ হাজার চারশ তিরানব্বই ফুট। অভিযানটি এক ফরাসী দলের। দলের নেতা মরিস এরজোগ। দলে ন’জন পাহাড়ী শার্দুল। মরিস ছাড়া আরও তিনজন ত্যোরে, লুই, রেবুকা। 

          যাত্রার আগে ফ্রেঞ্চ আলপাইন ক্লাবের সভাপতি মুঁসিয়ে লুসিয়ঁ দ্যোভি সবাইকে ডেকে বলেছিলেন—” মধ্য নেপালে ধবলগিরি ছাব্বিশ হাজার সাতশ পঁচানব্বই ফুট, অন্নপূর্ণা

        ছাব্বিশ হাজার চারশ তিরানব্বই ফুট।” হিমালয়ের এই দুটো ছাব্বিশ হাজারী পর্বত শীর্ষ আজও অজানার অন্ধকারে। তাছাড়া এত উঁচু চূড়ায় ওঠার প্রচেষ্টা এই প্রথম। সফল হলে সারা বিশ্বে এত উঁচু                        শীর্ষারোহনের কীর্তিও অর্জিত হবে প্রথম। 

         ব্যাস, পাহাড় পাগল, মরিস, ত্যোরে, রেবুফা 

         লুইদের কাছে ঐ খবরটুকুই যথেষ্ট ছিল, তারা প্রবল উৎসাহে সদলবলে বার হল। মরিসের কপালে দুশ্চিন্তার রেখা— সাংঘাতিক সেই কাহিনী….। 

                                                                       🎺🎷🎸🎤🎻🎹🎧🎼( মিউজিক ) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

মরিস— মরিস, ত্যোরে, রেবুফা যে ম্যাপে অন্নপূর্ণার ঠিকানা লিখে এনেছিলাম সেটা ভুল। 

ত্যোরে— ম্যাপ ভুল। 

লুই— আমরা তাহলে অন্নপূর্ণাকে খুঁজেই পাবো না। 

ত্যোরে— আমাদের এত আশা, এত পরিশ্রম বিফলে যাবে, নানা সেটা হতেই পারে না! 

মরিস— আমরা খুঁজবো অন্নপূর্ণাকে, যতদিন পারবো খুঁজবো। 

                                                                                    🎺🎷🎸🎤🎻🎹🎧🎼( মিউজিক ) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

সূত্রধর— পোড়া অন্ধের মতো খুঁজে চলেছে। এ  খোঁজার যেন শেষ নেই। বিরামহীন খোঁজার ফলে ওরা চিনতে পারলো অন্নপূর্ণা-১-কে। কিন্তু তখন ওদের শক্তি, সামর্থ সবই প্রায় ফুরিয়ে এসেছে, তবুও তারা হল ছাড়ল না। পাহাড়ে একের পর এক ক্যাম্প ফেললো। 

               পাঁচ নম্বর ক্যাম্পে গিয়ে দেখা গেল রেবুফার পায়ে তুষারক্ষত দেখা দিয়েছে। ত্যোরে নিজের শীর্ষারোহন ত্যাগগ করে অসুস্থ সঙ্গীর দায়িত্ব নিল। সুযোগ করে দিল মরিস আর লুইকে। পাহাড়ে আসার আগে আনুগত্যের যে শপথ গ্রহণ করেছে, মৃত্যুর মুখে দাঁড়িয়েও তা সে মানবে, রাখবে—what I did was for the expedition. 

                                                            🎺🎷🎸🎤🎻🎹🎧🎼  ( মিউজিক ) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

ত্যোরে— আমি রেবুফাকে দেখবো, তোমরা বেরিয়ে পড়ো। অন্নপূর্ণার আকাশ পরিষ্কার। 

                                                                          🎺🎷🎸🎤🎻🎹🎧🎼 ( মিউজিক ) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

রেবুফা— ওরা চলে গেছে। আঃ কি ঠান্ডা,    পা-টাকে নাড়াতে পারছি না। ঠান্ডা হয়ে জমে যাচ্ছে।   

                                                                                🎺🎷🎸🎤🎻🎹🎧🎼 ( মিউজিক ) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

লূই— মরিস আর কত দূর—

মরিস— লূই আর মাত্র চারশ ফুট এগিয়ে চলো। 

              এই সুযোগ হাতছাড়া করা যায় না। 

              আমরা চূড়ার কাছাকাছি এসে গেছি। 

                                                                                        🎺🎷🎸🎤🎻🎹🎧🎼 (  মিউজিক  ) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

মরিস— আর মাত্র দুশো ফুট। আঃ ঐ তো লুই

               পেছনেই দুলতে দুলতে উঠে আসছে। আকাশ পরিষ্কার। কিন্তু আমার হাত পা সব অবস হয়ে আসছে। তবে কি…। আঃ আর মাত্র পঞ্চাশ ফুট। আমি পারবো। আমরা পারই। 

                                                                                                       🎺🎷🎸🎤🎻🎹🎧🎼(  মিউজিক  ) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

সূত্রধর— অন্নপূর্ণার অবগুন্ঠন মুহূর্তে সরে গেল। 

                শীর্ষে দাঁড়িয়ে মরিস আর লুই। 

                                                                                                                    🎺🎷🎸🎤🎻🎹🎧🎼( মিউজিক  ) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

                                                        [ ঝড়ের আবহ ]

ত্যোরে— একি কিসের শব্দ। ব্লিজার্ড—ব্লিজার্ড

                 তুষার ঝড়। 

রেবূফা— মরিস লুই উপরে। 

ত্যোরে— —- ত্যোরে, রেবুফা আমরা পেরেছি। 

                                                                                              🎺🎷🎸🎤🎻🎹🎧🎼( মিউজিক  ) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

রেবূফা— আলো— সকাল হয়েছে। 

ত্যোরে— ঝরের বেগ কমেছে। 

রেবূফা— তুষারপাত এখনও হচ্ছে। 

ত্যোরে— আর দেরি নয়, এই সুযোগে চতুর্থ ক্যাম্পে নেমে যেতে হবে। মরিস—। 

মরিস— আঃ আঃ

ত্যোরে— মরিস আমাদের নামতে হবে। 

লুই— ত্যোরে আমার পাটা ভীষণভাবে ফুলে গেছে, বুট গলাতে পারছি না। 

ত্যোরে— এক কাজ কর, আমার পায়ের মাপ, তোমার পায়ের থেকে বড়, এই নাও পড়ো। 

লুই— তোমার জুতোটা আমাকে দিলে ! তুমি !! 

ত্যোরে— আমি তোমার জুতোর মুখটা এই কেটে নিলাম। এবার আমার পায়ের ঢুকবে। আঃ আঃ। 

রেবুফা— আঙ্গুলগুলো বেরিয়ে থাকছে  ! তুমি বরফের উপর দিয়ে…!! 

ত্যোরে— আমি ঠিক যেতে পারবো। 

মরিস—ত্যোরে একি কাজ করল! নিজের পা নিজেই কাটল। 

                                                                                                    🎺🎷🎸🎤🎻🎹🎧🎼(  মিউজিক  ) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

রেবুফা—ত্যোরে ৪ নম্বর ক্যাম্পটা কোথায় ? 

ত্যোরে— খুঁজে পাচ্ছি না। 

লুই— আমরা সেরাকের মধ্যে পথ হারিয়ে ফেলেছি। 

ত্যোরে— বড় বড় বরফের স্তুপ গুলো আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছে। 

মরিস– ঐ তো আমাদের ৪  নম্বর ক্যাম্পটা

ঐ তো —ত্যোরে লুই পেয়েছি— আঃ বরফের পাহাড়। (আঘাত খায়) 

ত্যোরে— আমি অনেকবার ভুল করেছি, মরিচ প্রতিবারই ভুল ভেঙেছে। 

লুই— সন্ধ্যে হয়ে এল। 

রেবুফা— আমাদের সঙ্গে একটা তাবুও নেই। 

লুই— মৃত্যু, হিমশীতল মৃত্যু নিশ্চিত। 

ত্যোরে— হ্যায়, লুই, মরিসকে বোধ হয় বাঁচাতে পারবো না। যে বরফের স্তম্ভগুলো আমাদের দিক চিনিয়েছে— সেই স্তম্ভগুলোতেই আমরা হারিয়ে

যাচ্ছি। না, না শেষ চেষ্টা করবো। মরিস, লুই, রেবুফা এস সকলে এক সঙ্গে ‘হেল্প’ বলে চিৎকার করি— বলো—

চারজনে হে-ল্প হে-ল্প হে-ল্প। 

                                                                                         🎺🎷🎸🎤🎻🎹🎧🎼 ( মিউজিক ) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

                                               [ তুষারঝড় সামনে বইছে ]

ত্যোরে— ফু – ফু- ফু। আঃ আঃ

রেবুফা— ত্যোরে তোমার পায়ে ফুঁ দিচ্ছ —

একি তোমার যে পায়ের আঙ্গুলগুলো বেড়িয়েছিল সেটা শক্ত কাঠ, নীল। 

লুই— আমি যে আর পারছি না, ক্রমশ জমে যাচ্ছি। 

মরিস— পথও খুঁজে পাচ্ছি না। 

ত্যোরে— হ্যা আমরা সেরাকে পথ হারিয়ে মরতে বসেছি। 

মরিস— কিন্তু সবার আগে মরবো না! 

                                                                                                  🎺🎷🎸🎤🎻🎹🎧🎼 ( মিউজিক ) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

ত্যোরে— হ্যাঁ একটা বরফের ফাটল পেয়েছি। 

এই বরফ ফাটলের মধ্যে এসে তুষার ঝড় থেকে বাঁচা গেল। 

মরিস— হিমালয়ের বুকে আমাকে রেখে যেও। 

আমার দেহ চিরকাল থেকে যাবে। শান্তি পাব। 

ত্যোরে— না না মরিস লুইকে কখনও মরতে দেবো না। 

রেবুফা— ত্যোরে তোমার পাটাও তো তুষারক্ষত। 

তুমি লড়বে কি করে?

ত্যোরে— কথা নয়, গায়ে গা ঘষতে থাকো, দেহের উত্তাপকে নষ্ট হতে দিও না। 

                                                                                             🎺🎷🎸🎤🎻🎹🎧🎼 ( মিউজিক) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

মরিস— সূর্যের আলো ! ডে লাইট !! 

ত্যোরে— সকাল হয়েছে। আর সময় নষ্ট নয়, 

ফাটল থেকে বেরোতে হবে। 

রেবুফা— আমার জুতো পাচ্ছি না। 

আমার জুতো—

মরিস— আমার জুতো, ক্যামেরা সব সব গেছে। 

ত্যোরে— তুষার গাঁইতি দুটো খুজে পেয়েছি। 

লুই-  }আমরা জুতো ছাড়া চলবো কি করে? 

মরিস-}

ত্যোরে—আঃ আঃ তুষার খাদের উপরে উঠতে পেরেছি। কিন্তু  Bad weather, we are finished, 

আর আশা নেই…. এ আমি কি ভাবছি, ওদেরকে তুলতে হবে। দড়ি আঃ মরিস হাতটা ধরো আঃ—

মরিস— আকাশ তো পরিষ্কার। ত্যোরে তুমি

Bad weather বললে কেন? 

রেবুফা— আমি তো দেখছি স-ব ঘনকালো অন্ধকার

মরিস—অন্ধকার! 

ত্যোরে— গতকাল তুষারঝড়ের মাঝে পথ দেখার জন্য স্নো- গগলসটা খুলে রেখেছিলাম। 

মরিস— স্নো ব্লাইন্ডনেস্! আঃ

লুই— হেল্প, হেল্প, হেল্প—

মরিস-}লুইকে ধরো ও পড়ে যাবে। 

রেবুফা-}

ত্যোরে—ওর পাগলামি বেড়েই চলেছে। এ তুমি কি করছ লুই, শান্ত হও। 

মরিস— আরে নিচে একটা কালো বিন্দু! আঃ 

আঃ একটু একটু করে কালো বিন্দুটা উপরে উঠে আসছে। রেবুফা, ত্যোরে মারসেল, মারসেল আসছে। 

চারজন— মারসেল, মারসেল, মারসেল। 

(চিৎকার করতে থাকে) । 

                                                                                                        🎺🎷🎸🎤🎻🎹🎧🎼 (মিউজিক) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

মরিস— ডাক্তার, ডাক্তার উদো আমরা অন্নপূর্ণা থেকে আসছি। আমরা শীর্ষে উঠেছি। 

ত্যোরে— নেমেও এসেছি এই চার নম্বর শিবিরে। 

মরিস— কিন্তু ডাক্তার আমার হাত পা শক্ত কাঠ, লুই ও তাই। ত্যোরে রেবুফার তুষার অন্ধত্ব। 

(কান্নায় ভেঙ্গে পড়ে) 

                                                                                                                    🎺🎷🎸🎤🎻🎹🎧🎼 ( মিউজিক) 🎺🎷🎸🎤🎻🎹🎧🎼

সূত্রধর— কর্তব্য কঠোর মহাপ্রাণ ডাক্তার উদো ছায়ার মতো থেকে চিকিৎসা করেছেন। একটার পর একটা এম্পুটেশন অর্থাৎ দেহের অঙ্গপ্রত্যঙ্গ বাদ দিয়েছেন। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন দলনেতা মরিস। দুটো হাত পা কেটে বাদ দিতে হয়েছিল। অপর সঙ্গী ক’জন চোখে চাপা দিয়ে শুধুই সহানুভূতিতে কেঁদেছে। সহযাত্রীর প্রতি মমত্ব, ভালোবাসায় আজও অক্ষয় হয়ে রয়েছে সেই দিনের দুঃসাহসিক অন্নপূর্ণা-১ অভিযান। অভিযান মানে শীর্ষে আরোহণ শুধু নয়। বিপদকে তুচ্ছ করার  অতিমানবীয় প্রেরণার নাম অভিযান। পাহাড় আছে, থাকবে। পাহাড়ের এবড়ো খেবড়ো পায়ে লেখা আছে এমনি কত ইতিহাস। সেই সব ইতিহাস অনুপ্রাণিত করবে আগামী প্রজন্মকে। 

                    —¶¶¶∆¶¶∆¶¶¶—

                  অভিনেতার কাজ হল

                       সত্য, বাস্তব হওয়া, 

                প্রচন্ড শৃঙ্খলার মাধ্যমে

                       নাটককে মনোনিবেশ করতে হয়।।

                                                  — উৎপল দত্ত


শেয়ার করুন

মন্তব্য করুন