পূর্বরাগ (Pūrbarāg) -বীরেন্দ্র চট্টোপাধ্যায় (Birendra Chattopadhyay)
-

শেয়ার করুন

কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় (Birendra Chattopadhyay)-এর লেখা একটি প্রেমের / ভালোবাসার বাংলা কবিতা (Bangla Kobita) পূর্বরাগ (Pūrbarāg)

💖===💖===💖====💖

                       বিকেলে দীঘির জল তুলে নিয়ে গিয়ে

দেখেছি মিলিয়ে

তার সাথে কথা বলার দু’দণ্ডের উপচানো সময়

তত ঠান্ডা কোনো জল নয়। 

                     তত বৃষ্টি কোনোখানে নেই

ঝরে যা দু’চোখে তার চোখ রাখলেই ;

কিংবা তার শরীরের আলগোছে এতটুকু ছোঁয়া

জানায়, হৃদয় কেন ধুয়ে যায় ভালোবাসলেই—

তখন অন্ধকারে ভেসে যেতে করিনা পরোয়া । 

                এই তো সে এতোটুকু মেয়ে, হাসে খেলে…. 

পৃথিবী বদলে যায় তবু তাকে একটু জড়ালে । 


শেয়ার করুন

মন্তব্য করুন