লিখলাম যত গান
লিখলাম যত কবিতা
একদিন তো হারিয়ে গেলে
দিলে না তো আর দেখা,
শুধু একটি কাগজে লিখেছিলে
আবার হবে দেখা।
সেই থেকে আজ
আঠারো বছর
তোমার জন্য করছি অপেক্ষা
কত বৈশাখ গেল
কত শ্রাবন আসিলো
এত কাল পরেও
পেলাম না তোমার দেখা।
কত স্মৃতি মোনে পড়ে
ক্ষনিকের সেই জিবন চলায়
আজ আমি একা
সেই তো শ্রাবনে চলে গিয়েছিলে
লিখে রেখে ছিলে শুধু
আবার হবে দেখা।
তবে কী দিয়ে ছিলে শান্তনা
না কি বিশ্বাস করবো না
আজও কাঁদি দিবা নিশি একা
কি অভিমানে চলে গেলে
খুজে পেলাম না তারও ঠিকানা
তবে কেন লিখে ছিলে তুমি
আবার হবে দেখা ।
ক্লান্ত সেই বিকেল বেলা
মনে পড়ে কি নদীর তীরে হাজার গল্পের কথা
তুমিই তো স্বপ্ন একে দিয়েছিলে
তোমার আমার অফুরান্ত ভালোবাসার
হলো না তো তারপর আর দেখা
তবুও লিখে ছিলে
আবার হবে দেখা ।
তোমার পথ চেয়ে আছি
তুমি কি আবার এসে বলবে আমায়
যাবনা ছেড়ে আর তোমাকে রেখে একা
মনে হয়….. ?
তুমি আর ফিরে আসবে না
তাই বলে কি আর হবে না দেখা
তবুও কেন লিখে ছিলে
আবার হবে দেখা ।