জ্বর হয়েছে বলে (Jbar Hayeche Bole)- নবনীতা দেবসেন (Nabaneeta Dev Sen )
-

শেয়ার করুন

বিশেষ শিক্ষাবিদ ও কবি নবনীতা দেবসেন ( Nabaneeta Dev Sen )-এর একটি  ভালোবাসার  বাংলা কবিতা (Bangla Kobita) জ্বর হয়েছে বলে (Jbar Hayeche Bole)।

ওরে আমার মা, 

জ্বর হয়েছে, আমার পাশে

একটু বোসো না। 

কী অত কাজ ? কাপড়চোপড়

নাই-বা হল কাচা, 

একদিন না কাজলে কাপড়

যায় না বুঝি সাজা ? 

আজকে আমার মন ভাল নেই

ঘঙর ঘঙর কাসি

এমনি দিনেই মায়ের কাছে

থাকতে ভালবাসি। 

এই যে আমি সকাল থেকেই

বিছানাটিতে একা, 

এর মাঝে মা কত্তটুকুন

পাচ্ছি তোমার দেখা ? 

ওরে আমার মা, 

জ্বর হয়েছে আমার বলে

আপিস গেলে না ? 

কিন্তু যদি ঘরকন্নায়

সময়টা যায় ভরে, 

তোমার তবে লাভ কী হল

আপিস কামাই করে? 

‘ পাঁচমিনিটেই আসছি বাবা, 

এইটা পড়ো’ বলে, 

একটু মাথায় হাত বুলিয়েই

যাচ্ছো কোথায় চলে ? 


শেয়ার করুন

মন্তব্য করুন