চাঁদের চোখে জল (Chader Chokhe Jol) -স্বপনকুমার রায় (Swapankumar Roy)
-

শেয়ার করুন

কবি স্বপনকুমার রায় (Swapankumar Roy) -এর একটি  হাসির ছড়া বাংলা কবিতা (Bangla Kobita) চাঁদের চোখে জল (Chader Chokhe Jol)

চাঁদ বললো, ‘এই বুবু তোর

মুখটা কেন ভারী?

আমার মত হাসবি যদি

আকাশ দিতে পারি’।

বললো বুবু দুঃখ করে,

‘ পড়ার ভীষণ চাপ

ও চাঁদ তুমি আজকে আমায়

দাওনা করে মাফ’।

বুবুর দুঃখে চাঁদের চোখে

গড়িয়ে এলো জল!

বৃষ্টি হয়ে পড়ছে এখন

কুড়িয়ে আনি চল।


শেয়ার করুন

মন্তব্য করুন