কবি স্বপনকুমার রায় (Swapankumar Roy) -এর একটি হাসির ছড়া বাংলা কবিতা (Bangla Kobita) চাঁদের চোখে জল (Chader Chokhe Jol) ।
চাঁদ বললো, ‘এই বুবু তোর
মুখটা কেন ভারী?
আমার মত হাসবি যদি
আকাশ দিতে পারি’।
বললো বুবু দুঃখ করে,
‘ পড়ার ভীষণ চাপ
ও চাঁদ তুমি আজকে আমায়
দাওনা করে মাফ’।
বুবুর দুঃখে চাঁদের চোখে
গড়িয়ে এলো জল!
বৃষ্টি হয়ে পড়ছে এখন
কুড়িয়ে আনি চল।