মনে পড়ে (Man Pare) -সলিল মিত্র (Salil Mitra)
-

শেয়ার করুন

কবি সলিল মিত্র (Salil Mitra)-এর একটি ভালোবাসার বাংলা কবিতা (Bangla Kobita) মনে পড়ে  (Man Pare)

                  সকালে হলুদ রোদ

নিকানো উঠোন জুড়ে থাকে

তুলসির বেদিতে এসে

একটি শালিখ স্থির হয় ;

লাউয়ের মাচা-র থেকে

টুপ্-টাপ শিশিরের ফোঁটা

হলুদ রোদের তাপ

মাটি ঘাসে উঠোনে ছড়ানো !

                    শাদা শাঁখা লাল পলা রিন্ ঝিন শব্দের বিন্যাসে

চাঁপাকালি আঙুলের আলপনা লতায়-পাতায়

ভরে যেত ছড়ানো-উঠোন,

ধূপের গন্ধের সুখ জড়াতো বাতাসে,

ঝুমকোলতায় স্নেহে দুগগা- টুনটুনি

নিশ্চিন্তে বাঁধতো বাসা—

                        মনে পড়ে মা-র মুখ, ছোট্ট কপালে

সিঁদুরের লাল টিপ, বুক জোড়া মায়া-ভালোবাসা,

আজো বড়ো মনে পড়ে, মনে পড়ে যায় !

মায়ের ছোঁয়াচ নিয়ে এই মাটি, দরাজ উঠোন,

পুকুরের তাল সিঁড়ি, টল্ টলে জল—

সবাই আছে,আছে সব তবু—

                     তবু যেন কতো কিছু নেই !

তবু যেন কতো কিছু নেই !!


শেয়ার করুন

মন্তব্য করুন