এসো জয়ের নিশান উড়াই
মোহাম্মদ মুছা
স্বপ্ন রোজই হচ্ছে ক্ষত
পিচ ঢালায়ের পথে মতো
স্বপ্ন রোজই হচ্ছে বলি
এই শহরের অলি-গলি,
চোখের স্বপ্ন বুকে উতলায়
শহর জুড়ে দানব দৌড়ে
যায়না চেনা মানব ভীড়ে
মুখে ঢাকা মুখোশ তাদের
গুনে ধরেছে আপন বোধের,
ওরা স্বপ্ন ছিবে খাই
স্বপ্ন বাবার কাঁধে ঝুলে
স্বপ্ন মায়ের আঁচল দোলে
স্বপ্ন তুলে ঢেউ তরুণ-তরুনীর
স্বপ্ন গভীর কাটবে তিমির,
তবুও স্বপ্ন থমকে যায়
এসো সবাই রুখে দাঁড়ায়
ঐক্য হয়ে দানব তাড়ায়
অশুভ শক্তি নিপাত যাবে
সফল হবে স্বপ্ন তবে,
এসো জয়ের নিশান উড়াই