#শিরোনামঃ–চায়ের সাথে ।#
-

শেয়ার করুন

#সৃজনে– মল্লিকা চক্রবর্ত্তী।#

#তারিখ–(১৬/১২/২১.)#

(কখকখ,গঘগঘ,চছচছ,জজ)

____________

এক কাপ গরম চা তোমাকে যে চাই!

         মিষ্টি হাতের ছোঁয়াতে চা হবে মিষ্টি ,

তোমাকে নয়নমণি হারাতে যে নাই 

        দুজনে চুমুক দিলে হবে পুস্প বৃষ্টি!

এসো নিয়ে মোর প্রিয়া, চা মোর সকাসে,

        ঠাণ্ডা হলে খেতে চা তো ভালো লাগেনা!

হৃদয়ে পদ্ম ফোটে চাঁদ হাসে আকাশে!

      তুমি না থাকলে সাথে, মন টা হাসেনা।

দুজনাতে রচে যাই, সর্গের সিঁড়ি টা ,

      চা,টা খেয়ে ঘুরে আসি,দুজনে বনেতে

ইতিহাস গড়ে যেতে, লাগে না কড়ি টা,

    স্মৃতি হয়ে রয়ে যাবো, সবার মনেতে!

ঘুমিয়ে পড়লে মোরা, দেখবে সকলে ,

প্রেমের সফল মোরা, মাল্যটা দখলে।

___________


শেয়ার করুন

মন্তব্য করুন