তুমি এসেছিলে,
ভোরের সূর্য হয়ে মিষ্টি হাসি হেসে।
তুমি এসেছিলে,
শিশির ভেজা গোলাপ কলি হয়ে।
তুমি এসেছিলে,
যখন ছিল ব্যাস্ত দুপুর কোলাহলে।
তুমি এসেছিলে,
আমার জন্য একবুক ভালোবাসা নিয়ে।
তুমি ছড়িয়ে ছিলে বকুল ফুলের সুবাস,
উল্লাসে মেতে ছিল আমার চারপাশ।
মিটমিট তারায় জ্বলছিল ঐ দুর আকাশ,
তোমার চোখ জুরে ছিল ভালোবাসার বহি প্রকাশ।
তারপর কেন তুমি হয়ে গেলে নিশ্চুপ?
শ্রাবণের মেঘগুলো করছিল বিদ্রূপ,
গোলাপের পাপড়ি গুলো ঝরে গেল নিরুপায়,
হয়তবা কষ্ট পেয়েছে খুব!
বিকেলের নিবু নিবু সূর্যটা অচিরেই দিল ডুব।
আমার আঙ্গিনায় ছেয়ে গেলো আঁধার নিঝুম,
নির্জন রাত, কেন আসছে না ঘুম?
চারিদিকে শুধু বিষণ্ণতা নির্ঘুম।