হিজাবের গল্প
-

শেয়ার করুন

হিজাবের গল্প 

        আজিজুল হক

 

অনেক কথা বলার ছিল ,

সে না হয়, না বলাই থাক!

সব বলতে নেই..

তবে বুক টা তো পাথর নয়,

মায়ের পূজো হয় না হেথায়

হিজাবেই মুখ ঢাকে সব!

খোমেইনিরা হোক যত উগ্র

নৈতিকতা মিথ্যে নয়,

মানো বা না মানো

পাথরেও প্রাণ পায়!

চোখের আড়াল হলেই যদি

মিথ্যে হয় ঈশ্বর

তবে তা বিসর্জিত থাক।

ভাল থেকো রুদ্রানি,

অভিশাপ গুলো ছুঁড়ে ফেলো নীল দরিয়ায়,

হোসেনের রক্তে ভিজুক

সিমারের হাতিয়ার..

তুমি ধর্মের দোহাই দাও!

ফের যদি প্রেম জাগে মনে

রুদ্র কে কাছে ডেকো নির্দ্বিধায়,

স্বর্গ ছেড়ে ফিরে এস কৈলাসের সিক্ত বরফ কনায়,

এখানেই স্বর্গ বুঝি !

হিজাবে ঢেঁকো না মুখ,

নয়ন মেলে দেখ চেয়ে 

তোমার হৃদয়ের ছোঁয়ায় ক্ষতবিক্ষত

লাল গোলাপ!

তোমার মৌলবাদী ব্যস্ততা নিয়ে তুমি থেকো,

আমার শহরের মানচিত্রে থাক এক খন্ড মুক্ত আকাশ।

              আজিজুল হক

               21/9/22


শেয়ার করুন

মন্তব্য করুন