অঘ্রানের কুয়াশা গায়ে মেখে একদিন
নগ্ন পায়ে হেঁটে হঁটে পৌছে যাবো
কোনো নাক্ষত্রিক ছবির মত সুন্দর দেশে
তোমার মায়াময় গাল ছুঁতে পাবো
মৃদু তোমার হাসিমুখ দেখবো
সূর্যস্পর্শী ত্রিকাল নদীর মিহিন বালু তীরে
এসে এসে ডাক দিয়ে যাবো প্রিয় নামে
আমার কাতর পা ভিজিয়ে দিয়ে যাবে
তোমার নামের প্রতিধ্বনি এসে এসে
তোমায় নাম ধ’রে ডাকবো
শত জন্মের আলিঙ্গন করবো
ভালোবাসবো, মুগ্ধ হবো, হাসবো
তারপরে একবারে বিশ্রাম নেবো
এ বিশুদ্ধ দৃশ্য অবলোকনে
যেখানেই হোক, যত বহু দূরে
হে পরম দয়াময় বিধাতা, প্রভূ
শত সহস্র কাল মহাকাল যেন
তোমার না লেগে যায়
আমার করুণ প্রাণে দয়া ক’রতে
এ বিরহ যেমন তোমার সৃজন
এ মিলনের দায়’ও তোমার
তুমি সর্বদ্রষ্টা পরম প্রেমময়,
কেউ না জানুক, তুমি তো জানো
কেউ না বুঝুক, তুমি তো বোঝো
প্রিয়তমের বিরহের কী জ্বালা
মুষল ধারে কেমন পোড়ায়…?
______________________________________
“সারারাত পৃথিবীতে সূর্যের মতন
দুপুর-দগ্ধ পায়ে করি পরিক্রমা,
তারপর সায়াহ্নের মতো বিস্মরণ-
জীবনকে, স্থির জানি, তুমি দেবে ক্ষমা”
[ “তুমি” / সুনীল গঙ্গোপাধ্যায় ]
__________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]