শীত
- পার্থ বসু

শেয়ার করুন

এসেছে দেখো জাঁকিয়ে শীত বাংলার ঘরে ঘরে,,

পৌষ পার্বণে পুলকিত সবে আজ সকলের তরে,

বনভোজন আর বেড়াতে যাওয়া কত না আনন্দ হয়,,

শীতের রাতের প্রেমের রোমাঞ্চ কত না মধুময়,,

তবে ভেবে দেখেছো কি? সুন্দর শহরে এই তোমার রোমাঞ্চকর রাতে,,

প্যাকিং বক্সের কাগজ কুড়ায়ে কুড়ায়ে কারা বিছানা পাতে?,,

শহরের এই অলিতে গলিতে অথবা নির্জন কোণে,

ছেড়া চট গায়ে কারা বসে ঐ মৃত্যুর দিন গোনে ?।

ভেবে দেখেছো কি? তোমার গাঁয়ের এক প্রান্তে জীর্ণ শীর্ণ কোনো বাড়ি,,

পারেনি করতে কাজ এই শীতে, তাই কত দিন হলো জ্বলেনি তাদের হাঁড়ি।

ভেবে দেখেছো কি? এই হাড় কাঁপানো শীতের রাতে পথের পাশে যাদের আশ্রয়,,

যতই হোক না রোমাঞ্চকর আর উৎসব এ শীত, কিন্তু সেটা যে সবার কাছে নয়,।


শেয়ার করুন

মন্তব্য করুন