শীতের চাদর আর উষ্ণ রোদের ছোঁয়া আর একটু কফি শেষ বেলার সূর্য ; নেমে আসে পাহাড়দেশে একটু কারামেল কফি আর সাথে অলিভ গারলিক ব্রেড দিন গুলো এভাবেই পার হয়ে যায় নীরব আর শান্ত পাহাড়ের মাঝে প্রকৃতি কে গভীরভাবে দেখা আবারো কুয়াশা জড়ানো শীত বুঝি এলো এবেলায় ।