১লা বৈশাখ
- পার্থ বসু

শেয়ার করুন

নতুনের আহ্বান মনে দেয় দোলা

নব রঙে রাঙিয়ে উঠিলো যে বেলা,

উল্লাসে মাতি সবে কত কলরব

বৈশাখী প্রভাতে আজি নানা উৎসব।

পুরনো সে দিন গুলি চলে গেছে আজ,

নব রূপে আসিল দিন,সেজে নব সাজ।

বাঙালির ঘরে ঘরে কত আয়োজন,

নানা সুস্বাদু খাবার হবে যে ভোজন।

খুশির জোয়ারে আজি বাজে মনে ঢাক

তোমারি দুয়ারে আজি এলো বৈশাখ।

তবে সত্যি কি চলে গেছে সেই বেদিন?

আমি যে শুনতে পাই করো গালা ক্ষীণ ,,

আধপেটা খায় ভাত সে যে বড় দীন

পরনের পোশাক ও তার বড়ই মলিন।

সে শীর্ণ মানুষ গুলো কবে পেট পুরে খাবে,

তাদের এই ১লা বৈশাখ বলো কবে হবে?।


শেয়ার করুন

মন্তব্য করুন