আমার নাম মৃত্যু।
এ জগৎ চেনে আমায় নানান নামে-
ধ্বংস, বিনাশ।
আমি সত্য ধ্রুব সত্য।
সূর্য যেমন সত্য চাঁদ যেমন সত্য,
কোটি কোটি নক্ষত্র যেমন সত্য,
আমি তেমন সত্য।
আমি অন্তিম মহা অন্তিম।
আমার সাথে লড়াই করবে-
এমন ক্ষমতা বিশ্ব ভুবনে কারও হয়নি।
জড় বা জীব সকলেই ক্রমশ এগিয়ে আসে আমার দিকে,
কেউ আগে কেউ পরে,
এমনকি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডও।
আমি কখনও উপেক্ষিত হয়নি,
কেউ আমায় জয় করতে পারেনি।
সেই সৃষ্টির আদিকাল থেকেই আমি রয়েছি-
থাকবও, যতদিন সবকিছু থাকে।
আমার কোনো বয়স নেই,
আমায় জন্ম দিয়েছেন সৃষ্টিকর্তা নিজে।
আমার পরম বন্ধু একজনই, সময়।
বলা যায়, সময়ের জন্য কালের বহমানতা হয়
আর তার ফলেই পরিবর্তন আসে-
এই পরিবর্তনের মূলে আছি আমি।
যেদিন সৃষ্টিকর্তা চাইবেন আমায় শেষ করতে,
সেদিন আমার নাম মুছে যাবে একেবারে।