শ্যামা মায়ের কবিতা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

যে মজেছে শ্যামা নামের জাদুতে

এ জগৎ সংসারের প্রতি

নেই কোনো মোহ তার কাছে।

যে নাম জপের গুণে 

সকল পাপ হয় দূর সকল দুঃখ নেয় বিদায়,

সে নাম জপের ফলেই

চরণ মেলে শ্যামা মা’র।

বল সবে

জয় শ্যামা জয় শ্যামা জয় জয় জয় কালী 

জয় শ্যামা শক্তিদায়িনী জয় জয় জয় কালী।

 


শেয়ার করুন

মন্তব্য করুন