দুঃখ আছে বলেই তো সুখের আশায় থাকি,
কৃষ্ণকে পাবো না জেনেও তো কৃষ্ণের নাম জপি।
মাঝ সাগরে হারিয়ে গিয়েই তো কূলের আশায় থাকি,
পাবোনা কোনো উত্তর জেনেও তো আকাশকে চিঠি লিখি।
তারাদের সংখ্যা কত না জানলেও গোনার চেষ্টা করি,
মৃত্যুকে গ্ৰহণ করতে না চাইলেও তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে চলি।
হৃদয় নিয়ে খেললেও ভালোবাসায় ভরাই,
চাঁদের বুকে কলঙ্ক জেনেও সেই কলঙ্কভরা জোছনায় রাত কাটাই।
হৃদয়ে আঘাত করলেও কি হৃদয়ে রাখবো না,
সুখের ঠিকানা পাবোনা জেনেও সুখের সন্ধান করবো না?
দুঃখ আছে বলেই তো সুখের আশায় থাকি,
কৃষ্ণকে পাবো না জেনেও তো কৃষ্ণের নাম জপি।