সময় তোমায় ফিরিয়ে দেবে
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

(পছন্দের কোনো বিষয়কে ছাড়ার কষ্টে রচিত)

 

তোমায় জানালাম বিদায় বন্ধু,

সুখে থেকো ভালো থেকো।

চাইছে না প্রাণ ছাড়তে তোমারে-

হৃদয়ে থাকবে জেনো।

 

সময় বড় শত্রু বন্ধু-

ও যে কাউকে মানেনা।

ছাড়তে কি ইচ্ছে হয় বলো?

বুকফাটা বেদনায় দুচোখ ভেঙে জল আসে গো!

 

জানি আবার তোমারে পাব বন্ধু,

বাসব ভালো তখনও।

যে সময় ডাক দিল আজ-

কালের গতিতে সেইই আবার ফিরিয়ে দেবে তোমায়

মনে রেখো এও।

 

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৬মে,২০২৩,সকাল ১০টা, বারুইপুর 


শেয়ার করুন

মন্তব্য করুন