কাজল চোখ
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

জানি না কন্যা ও কাজল চোখে 

এমন কী জাদু আছে, 

যতবার তাকাই তোমার পানে 

কে যেন আমায় আঘাত করে গোলাপ ছুঁড়ে ছুঁড়ে!

 

তোমায় ভাবতে ভাবতে 

আমি হারিয়ে ফেলি নিজেকেই।

কোন ঘোরে মেতে উঠি কে জানে?

তোমায় অনেক কথা বলতে সাধ জাগে,

পারিনা তবুও লাজে মাথা কাটে।

 

টানা টানা চোখে কাজল চাহনি-

দুনিয়ার সকল হীরার জ্যোতির থেকেও সুন্দর তা মানি!

জল আসলে ও দুই চোখে,

বোধকরি মরুতে সবুজের ঠিকানা মেলে!

 

আজীবন ধরে তোমার ও দুই চোখ দেখলেও,

মনের ভাব পূরণ হবে না লক্ষ কোটি কবিতা লিখলেও।

 

তুমিই ভালো জানো কী মায়া আছে ও কাজল চোখে,

সারা বিশ্বের রূপ হার মানে যখন তাকাও আমার দিকে।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৬মে,২০২৩,রাত১১টা, বারুইপুর 

 


শেয়ার করুন

মন্তব্য করুন