প্রতিহিংসার আগুনে মরবো
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

আমি শুধু ছুটছি শুধু ছুটছি,

পিছনে ধেয়ে আসছে হিংস্র মানুষের দল,

কব্জা করতে পারলে রক্ত পান করে নেবে,

অন্যায়কে না মানার ফল।

অন্যায়কে কি খুন করা যায় একা হাত দিয়ে?

ওদের কাছে ধারালো অস্ত্র ছিল, কুপিয়েছে মন প্রাণ ভরে।

বহু কষ্টে ছাড়িয়ে নিয়ে দৌড়চ্ছি দিগ্বিদিক জ্ঞান ভুলে।

ধরা তবু দেবনা কিছুতেই ঐ পিশাচদের হাতে,

একাই মরবো তাও ভালো প্রতিহিংসার আগুন বুকে নিয়ে।


শেয়ার করুন

মন্তব্য করুন