টাকার জোর
- নিজাম উদ্দিন রনি

শেয়ার করুন

টাকাই জীবন, টাকাই মরণ, টাকাই এখন সব, 

টাকার কাছে সবকিছু আজ হচ্ছে পরাভব।

শিক্ষা-জ্ঞানের মূল্যায়ন আজ বলুন কোথায় হয়?

টাকা থাকলে মূর্খ লোককেও জ্ঞানী সবাই কয়।

ভালো- মন্দের হিসাব-নিকাশ কে বা করে আর?

সবাই এখন শ্রদ্ধা করে দেখে টাকার হার।

নকল জিনিস আসল তখন থাকলে টাকার বল,

টাকা দিয়ে সাধু সাজে অসৎ লোকের-দল।

অপরাধী পার পেয়ে যায় থাকলে টাকার জোর, 

টাকা দিয়ে বন্ধ করে বিধানের সব দোর। 

অশিক্ষিত-অযোগ্য লোক করছে বিচার-কাজ,

টাকা আছে তাই তো তারা দেশের মহারাজ। 

ঘুষের টাকায় চাকরি মিলে যোগ্যতার নাই দাম, 

খুনি যদি নিরপরাধ টাকার গোপন কাম।

টাকা দিয়ে ক্ষমতাকেও কিনতে পাওয়া যায়, 

যাদের যতো আছে টাকা আরও অধিক চায়।

চারিদিকে শুনি শুধু টাকা-টাকা রব,

টাকার নিচে পড়ল চাপা সত্য যতো সব। 

টাকার নেশা বৃহৎ নেশা হবে না তা শেষ, 

মৃত্যুর আগে কাটবে না তো কারো টাকার রেশ। 


শেয়ার করুন

মন্তব্য করুন