সেই পথে
দিনের শেষে সৃজন বেলায় ছায়াবৃত্ত সেই চলতি পথে,
ধরণী থেকে পালিয়ে, সেই পথ চলেছে অচিন দেশে।
সেই পথেতে যাওয়া মানা সেই পথ নাকি ঘোর অজানা
সেই পথেতে পাড়ি দিলে, স্বপ্ন গুলো যায় যে ভেঙে।
বট-অশ্বত্থের গভীর ছোঁয়ায় রবির আলো নাহি পৌঁছায়
চির আলোহীন সেই পথে, শঙ্কা ঘেরা কান্না হারায়।
দিনের শেষে শুন্য হাতে, ভঙ্গ স্বপ্ন চলতি পথে-
অতীতটা যে সেই পথেতেই সজ্জিত হয় নতুন রূপে।
আকাশ কালো অন্ধকারে গভীর মেঘ ঘনিয়ে আসে
দুর্গমের সেই রহস্য পথ অন্ধকারে যায় মিশে-
হুংকারে হানা দেয় মনের গভীরে প্রশ্নরা ছিল যত
সেই পথ টেনে লয় স্মৃতি চিহ্ন শত শত।।