নূপুর
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

আর ছন্দ থাকে না কবিতায়।

যদিও একসময়ে থাকত,

যখন তোমার মুখের দিকে তাকিয়ে লিখে যেতাম আলতা রাঙা পা দুটিকে কোলে নিয়ে।

এখন তুমি নেই।

শুধু আছে এক জোড়া নূপুর

বাজে না আগের মতো, নেই সেই সুর।

কলম এগোতে চায় না

খাতা ভরা থাকে নয়নের জলে

ছন্দ জাগে না কবিতায়।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

১৬ই জুন,২০২৩,বেলা ১২:৪৫, বারুইপুর 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন