অতীত
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

অনেক কবিতা লিখেছি যখন ছিলাম মানুষ।

তুমি থাকতে পাশে 

নদী বইত চার চোখে

হাতে হাত রেখে দেখতাম কত স্বপ্ন

চোখে চোখ রেখে ডুবে যেতাম গভীর চুম্বনের মাঝে…।

এখন শুধু কাঁচের ফ্রেমে ছবি হয়ে রয়েছি মুখোমুখি

পড়ে আছে পাশে দিস্তা দিস্তা কবিতার খাতা,

আমাদের দ্যাখে দিনরাত ধরে, 

ক্রমশ ক্ষয়ে যাচ্ছে-

পোকামাকড় খাচ্ছে ওদের ইচ্ছেমতো।

 

১৭ই জুন,২০২৩,বেলা ১২:১৫, বারুইপুর 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন