ঘাস হয়ে জন্মালে বড় ভালো হতো,
মানুষ হয়ে এত লাঠিঝাঁটা খেলাম মানুষের থেকে-
এর চেয়ে ওটাই ভালো হতো।
এমনি দলিয়ে যেত সকলে, ঘেন্না থাকত না নিজের মনে,
জানি তো আমি কী।
বড় ভুল হয়ে গেল মানুষ জন্মে।
আসলে-
ঠিক বলতে নেই, সাহায্য করতে নেই,
প্রতিবাদ করতে নেই,
সারা দেহ বালিতে ঢুকিয়ে শুধু মুখ বাড়িয়ে দেখতে হয় কোথায় কী হচ্ছে,
জোর ডামাডোল বাঁধলে নিমেষে মুখ ভিতরে।
কিছু বলেছ কী গেছ…।
তাই আক্ষেপ করি, ঘাস হয়ে জন্মালে বড় ভালো হতো।
১৭ই জুন,২০২৩,দুপুর২:৪৮, বারুইপুর