স্বপ্নতরী
- ভাস্কর পাল

শেয়ার করুন

স্বপ্নতরী

 

স্বপ্নতরী যাচ্ছে ভেসে

দূর অজানা পথে,

ঝোড়ো বেগে বইছে বাতাস

দুলতে – দুলতে যাচ্ছে।

 

দূর ঠিকানায় পৌঁছে যাবে

স্বপ্ন গুচ্ছ নিয়ে,

আসবে ফিরে স্বপ্নতরী

স্বপ্ন পূরণ করে।

 

অপেক্ষাতে চেয়ে থাকবো

নদীর পারে দিন গুনবো-

সূর্যি উঠবে অস্ত যাবে,

আকাশ পানে তারা দেখবো।

 

স্বপ্নতরী হারিয়ে যাবে

আসবে না আর ফিরে,

আমি সেই একলা পথে

প্রতীক্ষাতে থাকবো চেয়ে।

 


শেয়ার করুন

মন্তব্য করুন