শুকতারা
- ভাস্কর পাল

শেয়ার করুন

শুকতারা

 

দিবা আকাশের পূর্ব দিকে

চিহ্নিত আমি লক্ষণ রূপে-

আসলে তো শুক্র গ্রহ

রূপভেদী নক্ষত্র মাঝে।

 

সন্ধ্যা আকাশে পশ্চিম পানে

সন্ধ্যাতারা রূপে ভূষিত করে,

একই স্থানে স্থির থাকি

উজ্জ্বল এক জ্বলন্ত সৃষ্টি।

 

মিটমিটে তারা নই যে আমি

নেই আমার নিদ্রা – ক্লান্তি

দিন রজনী উজ্জ্বলিত

একই ধারায় আলোকিত।

 

মহাকাশের এক আগ্নেয় পিন্ড

একই স্থানে স্থির চিরকল-

পথের দিশা চিহ্নিত করি

দিক নির্ণয়ের সঙ্গী হয়ে।


শেয়ার করুন

মন্তব্য করুন