নিস্তব্ধতা
- ভাস্কর পাল

শেয়ার করুন

নিস্তব্ধতা

 

নিশিথ রাতের অন্ধকারে,

স্তব্ধ চোখে চশমা পড়ে;

হিজিবিজি কত ভাবনারা সব,

কল্পনাতে উঁকি মারে।

 

নিঝুম রাত, কালো চারপাশ

অতীতটা আজ হচ্ছে প্রকাশ।

ফেলে আসা সব সময় গুলো,

ফুটে উঠেছে নিস্তব্ধতায়।

 

আকাশ ফুটেছে পূর্ণ চন্দ্রে

জোৎস্না আলোয় রাত্রি সাজে,

হারিয়ে আসা দিনের কথা

ভাবলে পড়ে অবাক লাগে।

 

একলা ঘরে অন্ধকারে,

নিস্তব্ধতাকে সঙ্গী করে-

অতীতটাকে কাটিয়ে এসে

ভবিষ্যতের কল্পনাতে।।


শেয়ার করুন

মন্তব্য করুন