পাহাড়ি নদী
ঝড়ের বেগে শীর্ণ পথে খরস্রোতা এক নদী ছোটে,
খাঁচা থেকে পেয়েছে ছাড়া, হয়ে উঠেছে দিশেহারা।
কোন পথে সে যাবে? নিজেও জানে না!
কোথায় গিয়ে হবে শেষ নেই যে ঠিকানা।।
সে নদী উত্তেজিত, স্রোত যে প্রবল তীব্র,
ভাঙন খেলায় মেতে উঠেছে তীব্র বেগে নেমে আসছে।
সময়ের সাথে বিবাদ করে একই সাথে চলবে বয়ে
সময় যেমন নেই যে থেমে, নদী চলছে প্রবল স্রোতে।
আঁকাবাঁকা পথ, মাঝে মাঝে এবড়ো খেবড়ো নুড়ির পাহাড়
বাধা এসে কত শত সব, সম্মুখেতে দাঁড়ায়-
স্রোতের সাথে বয়ে নিয়ে চলে, নুড়ি-কাঁকড়-বালি সব
হেথা হতে কোথা ছুটে চলে, পাহাড়ি নদী বয়ে যায়।
জলের ধারা উচ্ছসিত নবীন বেগের সঙ্গী
সব বাধা ফেলে ছুটে চলেছে পাহাড়ি নদী তেজি।
পাহাড়ি সেই ছুটতি নদী আপন বেগে যাচ্ছে ছুটে
বয়ে যাচ্ছে অজানা পথে উৎস হতে মোহনাতে।।