তোমায় পাওয়ার চেয়ে
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

তোমায় পাওয়ার চেয়ে তোমায় ভাবতে ভালো লাগে।
ভাবার সময় তুমি আমার মধ্যে থাকো
সামনাসামনি থাকলে তো এতটাও গভীরে যেতে না।

তোমায় পাওয়ার চেয়ে তোমার ছবি দেখতে ভালো লাগে।
তোমায় ছবিতে দেখি মন ভরে,
ঐ অপরূপ রূপের ঝলকে চোখ বুজতেও ভালো লাগে-
সামনাসামনি থাকলে তো মন ছটফট করে ওঠে
দুই হাত দিয়ে জড়িয়ে ধরার জন্য।

তোমায় পাওয়ার চেয়ে ‘পাবো পাবো’ এটাই ভালো লাগে।
তোমায় পেয়ে গেলে তোমার জন্য মন তো আর আগের মতো উতলা হবে না,
“কবে আমার রাণী হবে?” এই দিন গোনার হিসাবও ডায়েরির পাতায় লেখা হবে না।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১২/০৭/২০২৩
বারুইপুর


শেয়ার করুন

মন্তব্য করুন