সাধারণ কৈফিয়তে বিস্তারলাভ,
সবাই পরাধীন;
আমরা..শুধু স্বাধীন নই।
এক ডাকিনী প্রিয় কুকুরের সাথে,
দাঁড়িয়ে আছে সমুদ্রঘোড়ার পাশে;
রক্ষা করুক,অন্য পৃথিবীর
গ্রাস করা অতীতের থেকে।
কালো কালো অবয়বে সাড়া,
হলুদ মানুষের যুদ্ধের প্রীতিলাভে;
দেখেছ তো এ জগতে শৃঙ্খলবাঁধা,
জড়ানো লতার গগনচুম্বী বাহু
ছুঁয়ে নিতে চায় নীলিমার শেষ ঘ্রাণে,
মশাল আজো জ্বলে ওঠে প্রাতে
ভূধর আজো ঘোরে ঘূর্ণিপাকে,
এক পৃথিবী সীমানা ছাড়ানো এই
চারণকবির আহ্বায়িত ডাকে।