মা
- ভাস্কর পাল

শেয়ার করুন

মা

 

সকাল বেলায় ঘুম ভাঙলে,

তোমায় পাশে খুঁজি-

দেখতে না পেলে তোমায় মাগো,

মা মা বলে ডাকি।

প্রথম দিনে আমার মুখে,

শুনেছিলে সেই ডাক,,

শেষ জীবনেও সেই ভাবেতেই-

ডাকার অভিলাষ।

ছোট্ট বেলায় সকাল – বিকেল

স্নেহ করতে তুমি।

গান গেয়ে ঘুম পাড়াতে,

নিয়ে আমায় কোলেতে।

তোমার হাতের স্পর্শে মাগো

ঘুম ভাঙতো যে।

বড়ো হওয়ায় দূরত্বটা

যদিও বেড়েছে!

তোমার ভালোবাসা তবু

আগের মতোই আছে।।


শেয়ার করুন

মন্তব্য করুন