হারানো স্মৃতি
- ভাস্কর পাল

শেয়ার করুন

হারানো স্মৃতি

 

শহরের সেই ডাকবাক্স গুলো, হারিয়েছে আজ

হারিয়েছে আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ।

 

রোজই তো হারাচ্ছে! এ আর নতুন কি!

বিশ্বাসটাও হারিয়েছে আজ, অন্তরের থেকে।

 

তুমি – আমি তবু আছি টিকে,

এ স্তব্ধতার অচীন বুকে।

 

বাঙালির কাছে বাংলাই হারিয়েছে আজ

বাংলা ভাষাটাকে মিটাচ্ছে, করছে নাশ

 

নবাগতরা চেনা না আজ রবীন্দ্রনাথ কে

শেক্সপিয়ারই তাদের কাছে অমূল্য হয়েছে।

 

আজ কাগজে কেউ লেখে না চিঠি

তাদের কাছে টাইপিং-টাই হয়েছে দামী।

 

উন্নত হয়েছে এ জগৎ, উন্নত আজ এ সমাজ

তবু মনুষত্বটা হারিয়েছে আজ।

 

নিস্তব্ধতা কাটিয়ে ফুটে উঠেছে

আগ্নেয়গিরির লাভা হয়ে পড়ছে ঝোরে।

 

তবু স্মৃতি গুলো অটুট রেখেছি

মাডাকটি ভোলেনি বাঙালি।

 

হারিয়েছে অনেক কিছুই

তবু আছে স্মৃতি হয়ে হারানো মুহূর্তটুকু।।


শেয়ার করুন

মন্তব্য করুন