তোমাকে ভালোবাসি বলেই
ভালোবাসাকে আর ভালোবাসা হলো না।
তোমার জন্য কবিতা লিখি বলেই
আমার কবিতা লেখাও আর থামলো না।
তোমাকে আমার মধ্যে রাখি বলেই
তোমায় নিয়ে আর ভাবনা চিন্তা করি না।
তোমাকে আমার শরীরের সাথে মিশিয়ে দিয়েছি বলেই
একসাথে আমাদের আর ঘর বাঁধা হলো না।
একসাথে বাঁচার আশা ছিলো বলেই
আমরা আর অমর হলাম না।
একসাথে আকাশে থাকার ইচ্ছা ছিলো বলেই
ঈশ্বর আমাদের আর ‘তারা’ করে রাখলেন না।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
২৩/০৯/২০২৩, বারুইপুর