শুনেছি আকাশের কোনোদিন মৃত্যু হবে না
তাই আমি আকাশের সব আয়ু তোমায় দিয়ে দিতে চাই,
তুমি অমর হও।
শুনেছি এই ব্রহ্মান্ডে কলঙ্ক কেবল চাঁদের গায়েই আছে
এও শুনেছি কলঙ্ককে কাজল নামেও ডাকা হয়
তাই আমি তোমার চোখ সেই কলঙ্ক দিয়ে সাজিয়ে দিতে চাই,
তোমার চোখ যেন হয় আকর্ষণীয়।
শুনেছি ছোট শিশুরা যখন হাসে তখন তাদের খুব সুন্দর দেখতে লাগে
তাই আমি তাদের সব হাসি তোমায় দিয়ে দিতে চাই,
তোমার মুখ যেন কখনও না দেখি বিষণ্ণ।
শুনেছি সূর্যের আলো কোনোদিন নিভবে না
তাই আমি তার সমস্ত আলো দিয়ে তোমায় আলোকিত করে রাখতে চাই,
তোমার দেহের উজ্জ্বলতা যেন কখনও না কমে।
শুনেছি মা কালীর রক্তমাখা জিভে রক্তের দাগ কখনও মোছে না
অর্থাৎ সর্বদা রক্তে ভরা থাকে
তাই আমি সেই অফুরন্ত রক্তে তোমার দুই পা রাঙিয়ে দিতে চাই,
ঐ দুই পায়ে রক্ত থাকবে আলতা হিসেবে
কখনও যেন না দেখি তোমার দুই পা সৌন্দর্যহীন!
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
বারুইপুর