পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কি
ঝর্ণা সুন্দর দেখতে?
পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কি
নদী সুন্দর দেখতে?
পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কি
মেঘেরা তোমার কপালে চুম্বন দেওয়ার জন্য ছুটে আসে?
পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কি
অনেক দূর থেকে তোমায়
কখনও হালকা নীল রঙের
কখনও হালকা ছাই রঙের দেখায়?
পাহাড় তুমি সুন্দর দেখতে বলেই কি
তোমার মাথায় ঈশ্বর বাস করেন?