কোথায় গেলে ঐ চরণ পাবো মা পারিস বলতে
শশ্মানে না আকাশে না স্বর্গে না নরকে?
ঐ চরণের তলে থাকার বড় বাসনা অর্ঘ্যদীপের।
তেনার বুকে এমন কী দেখলি
যে ঐ অমূল্য চরণ ফেলার আর জায়গা না খুঁজে পেলি?
তিনি কি একাই তোর ঐ চরণের অধিকারী?
আটকে তো রাখেন নি ধরে বেঁধে।
তবে কেন নেমে আসছিস না
কেন আমাকেও থাকতে দিচ্ছিস না ঐ চরণের তলে?
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৯/১২/২০২৩