প্রতিবাদী
কৃষ্ণ কামাল
যে বাংলার বিদ্রোহী কবি কাজী
সেই বাংলার বীর সন্তান নেতাজি
সেই বাংলায় আমার অস্তিত্ব গড়তে
আমায় হবে তাদের মতো লড়তে।
রাজনীতি জনতার চেপে ধরেছে গলা
রাজনীতি রাজার-নীতি হিংসের খেলা।
এখানে আমরা নয় কোনো মানব
মানুষ হয়েও একে অপরের প্রতি দানব।
আর আমি না এই রাজনীতি মানিবো
এই রাজনীতির তীব্র নিন্দা আনিবো।
এই অত্যাচার হিংসার বিরুদ্ধে লড়িবো
এক প্রাণবন্ত অহিংসা রাষ্ট্র গড়িবো ।
ধোনি কিবা গরিব থাকবেনা বিবাদ
সকল হোক সমান তার প্রতিবাদ।
আগে আমাদের ইংরেজ লুটেছে
এখন ইংরেজরূপী নেতা জুটেছে।
নেতারা বলে চাষী এই চাষী সেই বক্তব্য
চাষিরা হয় আত্মঘাতী নাই কোনো কৰ্তবো।
বড়ো বড়ো ব্যাবসায়ী দের কর মুকুব
কেউ বা অনেক বড়ো ঋণ নিয়ে ডুব।
চাষী ষাট হাজার ঋণে আত্মঘাতী হয়
ঋণ নিয়ে দেশ ছেড়েছে সেটা কিছু নয়।
ভগবান আল্লাহ কোথায় লুকায়ে রয়েছো
এতো অপরাধ কিভাবে সহ্য করছো।
আমি যদি হতাম তোমার মতো কেউ
অস্ত্র হাতে নামিতাম একা নিয়ে ধ্বংসের ঢেউ ।
আমি চাই এই অপরাধ ভুবনের শেষ
আমি নেবো ধ্বংসের যজ্ঞের পুরোহিত বেশ।
ধ্বংস তুমি আসিয়া কেন ফিরিয়া গেলে
“করোনা” বেসে অবহেলে।
আবার অন্য বেশে আসো তুমি ফিরে
ধ্বংস করো এই অপরাধ ধীরে ধীরে।