পুরাতন
- পার্থ বসু

শেয়ার করুন

নতুনের আগমনে কত আয়োজন,
খারাপ কি ছিল বল সেই পুরাতন।
শৈশব পাবে কি ফিরে আগের মতন?,
কত ভাল ছিল বল সেই পুরাতন।
মা এর কোলে তে মাথা কত যে যতন,,
চাইলে ও যায় না পাওয়া ফিরে সেই ক্ষণ।
হাঁসি খুশিতে ভরা অবুঝ সেই মন,
ছিল না বুঝতে চাওয়া জীবনের রণ।
এ সময় ও ফুরিয়ে যাবে আসবে সে ক্ষণ,,
এই নতুন ও একদিন হবে পুরাতন।।


শেয়ার করুন

মন্তব্য করুন