অজানা ভীতির সময়, এ কালপ্রবাহ; নিয়তি। কাছিমের দড়িতে; বয়ে চলা নাওয়ের ছইয়ে সারথী সমুদ্রস্রোত। খোদাই পাঠে অন্ধের বর্ণনা দর্শিত আগামীর সংকেত; ম্লানকালে ঢেকে থাকা কুয়াশার মেঘে, বিদুৎরেখা।