ডিভোর্স
-

শেয়ার করুন

আজ আমার তোমার  পথ ভিন্ন, 

 সিঁথি থেকে মুছে দিয়েছো তুমি , 

  আমার অধিকার চিহ্ন।

তোমার মুক্তি আজ আকাশে  হাসে

ঝলমলে   রোদ মতো 

করে আমার হৃদয় ক্ষত বিক্ষত।

বিষন্ন রোদ , ম্লান মুখে ,

ডুবেছে অন্ধকারে আমার বুকে।

জানি এ শহরে রূপালী হাতছানি

তোমার মনে দুঃখদের বসা বাঁধতে দেবে না কোনদিনই।

কোনদিনই ব্যাকুল করবে না তোমায়,

আমার তোমার অসম্পূর্ণ কাহিনী।

তবু জানি কাঁদাবে আমায়,

প্রতিদিনই।

ঐ শুকনো ফুল বুকে ধরে  থাকা

একা ফুলদানি ।

কাঁদাবে আমায় , 

মুখভার করা অন্ধকার ঘর,

জাগাবে কিছু স্মৃতি রাত ভর।

অবিরাম কাঁন্নায় ভিজবে মন গোপনে।

জানি তুমি যদিও আমায় আর রাখবেনা মনে।

তুমিও রেখো জানে আমিও খুঁজবো না তোমায়, অভিমানে।।

 


শেয়ার করুন

মন্তব্য করুন