সত্য কথা মিথ্যা কথা
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

সত্য কথা বলার সময় ভয় লাগে না 

মিথ্যা কথা বলার সময় বুক কাঁপে।

 

সত্য কথা ব’ললে মন হালকা হয় 

মিথ্যা কথা ব’ললে মনে চাপ বাড়ে।

 

সত্য কথা বলা অভ্যাস করা উচিত

একবার সত্য কথা ব’ললে বারবার সত্য কথা বলার অভিলাষ হবে,

মিথ্যা কথা বলা বন্ধ করা উচিত 

একবার মিথ্যা কথা ব’ললে প্রতিটি কথায় মিথ্যা কথা বলার প্রবণতা বাড়বে।

 

সত্য কথা ব’লতে সাহস লাগে 

মিথ্যা কথা ব’লতে ভয় লাগে।

 

সত্য কথা ব’ললে সৎ পথে থাকবে

মিথ্যা কথা ব’ললে অসৎ পথে থাকবে।

 

যে বলে সত্য কথা ভগবান তাকে ভালোবাসেন

যে বলে মিথ্যা কথা ভগবান তাকে ঘৃণা করেন।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

১৩/২/২০২৪


শেয়ার করুন

মন্তব্য করুন